মুহূর্ত -
মুহাম্মাদ মাসুদ
Published on: জানুয়ারী 12, 2019
মুহূর্ত
– মোঃ মাসুদ রানা
দূরে কোথাও খুঁজছি কিছু
হাঁটছি তোমার পিছু পিছু।
পালাতে গিয়ে পিছনে পরেছি,
হারাতে গিয়ে চাঁদমুখ পেয়েছি।
লুকিয়ে থেকে ছটফট করেছি,
বাইরে এসে জোসনা দেখেছি।
আড়ালে গিয়া মুচকি হেসেছি,
সামনে এসে লজ্জা পেয়েছি।
অগোচরে বসে স্বপ্ন এঁকেছি,
নীরবে কিছু কবিতা লিখেছি।
দেখতে এসে দাড়িয়ে থেকেছি,
পলক পরলে পালিয়ে এসেছি।
ক্ষনে ক্ষনে শুধু ভেবেছি,
মোটকথা তোমায় খুব ভালোবেসেছি।

Add to favorites
724 views