মৃত্যুর পরও নিঃশ্বাস থাকে বেঁচে -
এইচ বি রিতা
Published on: ফেব্রুয়ারী 22, 2017
কি নিগূঢ় মমতায় তোমায় উপলদ্ধি করি
নিঃশ্বাস চেপে থাকা প্রসব বেদনায় দুঃখিনীর মত!
ধূসর বুকে ছোপ ছোপ রক্তজমাট অন্ধকার;
অনায়াসে আমাকে বেঁচে দেয় দ্বিধান্বিত সরলরেখায়।
নীলকান্তমনি পাথরে বেষ্টিত সমাধীতলে আচমকা,
জেগে উঠে মৃত শরীর; নিহত দিনের শোকে
তোমাকে ভেবে মাটি চাপা বিলাপ; পরে রয় আকাশ তলে।
এভাবেই সমঝোতা হয় আকাশ আর মাটির
জলে-স্থলে ভালবাসা লুটুপুটি, অবশেষে বিরোধ
জননীর স্নেহ-পরশে অবাধ্য তনয়ের প্রিয় মুখ;
এভাবেই সমঝোতা হয়,
অভিমানী চোখে রক্তজমাট পাথর আর শিশিরের।
একদিন দেখেছিলাম,
স্বর্গীয় অভিলাষে লোভী চোখে বাড়তি সাহস
নির্বোধ পৃথিবীর সৌন্দর্য্যে বুঁদ হয়ে থাকা পরবাসী চাঁদ
শুয়েছিল হাজারো পাখীর পালকের তলে একটি জীবন,
নীলসন্ধ্যায় নীলপদ্ম ভেসে যায় নীলাজলে;
এভাবেই সমঝোতা হয় উড়ে যাওয়া মেঘ আর পাহাড়ের।
কি ভয়ানক অস্বস্থিতে মনে পরে তোমায়
দিনক্ষন বছর পুরাণো ভাঙ্গা কাপে টলটলে চায়ের স্বাদ
কাঁদাজল মাখামাখি গায়ে লেগে থাকা ভালবাসা;
অতঃপর বেলা শেষে শূন্যতা বুকে দিশেহারা প্রলাপ!
এভাবেই বুঝি সমঝোতা হয় একাকীত্ব আর শোকের
এভাবেই তবে সমঝোতা হয়,
মৃত্যু পর ও বেঁচে থাকা নিঃশ্বাসের।
কি নিগূঢ় সত্যের মত উপলদ্ধি করি তোমায়
মৃত্যুর পর ও নিঃশ্বাস থাকে বেঁচে, নিহত দিনের শোকে
তোমাকে ভেবে মাটি চাপা বিলাপ; পরে রয় আকাশ তলে।

Add to favorites
382 views