মৃত্যু -
এইচ বি রিতা
Published on: সেপ্টেম্বর 19, 2015
প্রতিরাতে মৃত্যু আসে আমার ঘরে,
টিপটিপ পায়ে বিশাল দেহী উটের ন্যায়
পোড়া গন্ধ, রক্তচোষা পিঙ্গল বর্ন
গভীর আলিঙ্গনে শুয়ে পরে আমার পাশে!
এক এক করে উন্মুক্ত হতে থাকি, বিবস্ত্র লজ্জ্বাহীন
দর্শনেত্রীয় স্থির, মৃত্যু পেরোয় সীমা; লেপ্টে যায় দেহে।
নরম চামড়ার ভাঁজে সেঁটে দেয় বিষাক্ত বিষ
বরাবর সমান্তরাল হয়ে বিছিয়ে রয় ঠিক আমার উপরিভাগে,
আমি নড়ে উঠি; অতপর নিশ্চল স্থির।
উচ্চচাপ উনুভবে বুঝি মৃত্যু নিঃশ্বাসের সন্নিকটে,
ওষ্ঠ চেপে প্রবল উত্তাপে চুষে নেয় রক্তবিন্দু
বিষাদে তিক্ত অনুভুতি প্রবল হতে হতে
শুঁষে নিতে থাকে বেঁচে থাকার সকল উপকরণ।
নখের আঁচরে নাভিমূলে কয়েক’শ কোটি কীট
কিলবিল করে উঠতে থাকে স্তন বরাবর!
আমি অনড়; ভগবদ্ভক্তিকে গ্রাস করে প্রস্তুতি নেই অবসানের।
মৃত্যু আমার টুঁটি চেপে চেপে ধরে,
কিছুক্ষন, কিছু মুহুর্ত, ঘড়ির কাটা টিকটিক
অনুভুতিহীন আমি নিষ্প্রান।
মৃত্যু আর আমি পাশাপাশি, একে অন্যের পরিপূরক
ছুঁয়ে দেখি মৃত্যুকে; কি ভীষন কঠিন!

Add to favorites
2,043 views