মৃত স্বপ্ন বাই আসাদুজ্জামান শাওন -
কাব্য কবিতা
Published on: ডিসেম্বর 31, 2016
তোমার ইচ্ছে হলেই স্বপ্ন দেখতে পারো
বিষাদে আঁকা যন্ত্রণার মানেহীন স্বচ্ছ তৈলচিত্র।
দেখতে পারো মৃত রংধনুর দৃশ্যমান সাত রং,
অথবা,রংচটা কিংবা ধূসর ফ্রেমে বন্দী
কিছু মলিন অস্পষ্ট পথহারা স্বপ্ন!
মধ্যরাতের ঘুমের সাথে যুদ্ধ করে,
অতঃপর বিজয়ী বেশে ফিরতে পারো বাস্তবের ঠিকানায়।
ছুঁড়ে দিতে পারো কিছু অব্যক্ত অথচ নিশ্চুপ আর্তনাদ!
যদি খুব বেশী মনে পড়ে এই আমায়,
অদৃশ্য বাতাসের হাতে তুলে দিতে পারো এলোকেশ,
বারান্দার রেলিং আঁকড়ে ধরে
অতঃপর,দৃষ্টির অভিশাপ নিক্ষেপ করতে পারো
রাতের আকাশের দৃশ্যমান বুকে।
অবচেতন মনে গুনতে পারো অগণিত দূরবর্তী তারা,
মধ্যরাতের আর্টপেপারে বিদ্ধ করতে পারো দীর্ঘশ্বাসের অদৃশ্য পোট্রেইট।
প্রেমিকা,আর যদি সহ্য করতে না পারো
তবে,গলা টিপে হত্যা করতে পারো এক-একটা অবাস্তব স্বপ্নকে!
কিংবা ভাবনায় বিভোর তুমি,
আমাকে দুঃস্বপ্ন ভেবে নতুন কোন স্বপ্ন খুঁজতে পারো।
তীব্র যন্ত্রণার অনুভূতি যদি দৃশ্যমান হয়!
অনাগত স্বপ্নগুলোকে দিতে পারো গণকবর।
প্রেমিকা,তোমার দেখা স্বপ্নগুলো!
মৃত্যুর মিছিলে বিলীন হয়েছিলো।

Add to favorites
1,547 views