মৃন্ময় ৭ -
এইচ বি রিতা
Published on: ডিসেম্বর 19, 2013
ভেসে যাও তুমি কষ্টের হ্রদ পেড়িয়ে
ভেসোনা চোখের জলে
আমারো কান্না আছে মৃন্ময়;
কাঁদিনা তুমি কষ্ট পাও বলে!
ভেসে যাও তুমি আটলান্টিকের গতিরোধে
ভেসে যাও শত শহস্র মাইল দুরে
শুধু ভেসোনা কষ্টের নোনাজলে
মৃন্ময়,তোমার বিরহে মন অনলে পুড়ে।
অনুর্বর মনে সন্তর্পনে
একি মায়ার ভ্রুন জন্মেছে কোন অলুক্ষনে
ভেসে যাও তুমি মরা নদীর মত
আমিও ভাসি, ব্যথায় কাতর মনে!
ভেসে যাও তুমি প্রলংকরী ঝড়ের মত
রেখোনা খরকুটো ফেলে আমার হৃদয়াঙনে
আকাশ-বাতাস মহাকাল ছেড়ে যাও,
তবু কেন আমার কষ্ট বাড়ে ক্ষনে ক্ষনে!
অতৃপ্ত এক আঁজলা মায়ায় হৃদয়ে রক্তক্ষরন
কাঁপন ধরে তিরতির করে বেড়ে উঠা মায়ার ভ্রুনে,
নিঃসৃত আবেগ শুঁষে ভাসিয়ে দিলাম তোমায়
মৃন্ময় অনাদিকাল ভেসে যাও তুমি
তবু কেন কষ্ট ঝড়ে চোখের কোণে!
তুমি বরং ভেসেই যাও
আমার চেতনা থেকে দুরে
নীলনদ নয়তো কৃষ্ণসাগরের হিমপ্রবাহে
তোমার নীলকষ্ট থাকুক পড়ে।
ভেসে যাও তুমি কচুরীপানার মত
বছর হতে শতাব্দী পেড়িয়ে
আঙুলের ডগা হতে মহাকাশ ছুটে যাক
কষ্ট যাক মায়ার বাঁধন ছাড়িয়ে!
এক পৃথিবী কাঁদুক তোমার শোকে
তবু ভেসে যাও তুমি কষ্টের বালিয়ারী ছেড়ে দুরে
কষ্টের তীব্রতায় তোমার বোবা কান্নারা আমায় ডাকে
আমি ঘর ছেড়ে পথে নামি;
দেখি, ঝাপছা চোখে মহাশুন্য যাচ্ছে সরে!

Add to favorites
1,837 views