মৃন্ময় ৮২ -
এইচ বি রিতা
Published on: অক্টোবর 28, 2019
বিছানায় আড়মোড়া ভেঙ্গেই ঘুম ঘুম চোখে তোমাকে লালন করি বুকে
বুকের ভিতর তারার আকাশ,
সেখানে জ্বলজ্বলে জ্বোনাকী চোখে আমার আঁধার ঘরে
সন্ধ্যাবাতি দিয়ে যাও তুমি
নির্লজ্জ্ব স্বপ্নের গা ঘেষে ছুটছি যখন তখন,উর্ধ্বশ্বাসে
অবলীলায় ডুবে মরছি তপ্ত নীলাভ জলে
তোমাকে রেখে ঘুমাতে পারিনা,
তোমাকে রেখে খেতে পারিনা
তোমাকে বুকে ধারণ করে নিঃশ্বাস নিতে পারিনা
বলো,
কে তুমি?
কি নামে ডাকি তোমায়?

Add to favorites
2,139 views