মৃন্ময়-৬৪ -
এইচ বি রিতা
Published on: অক্টোবর 15, 2016
এসো,কিছু ভালবাসা হোক আজ দু’জনার মাঝে
আমৃত্যু গেঁথে থাকুক প্রেম জন্ম-জন্মান্তরে
কিছু দ্যুলোক অনিল শূন্যস্থান পুরণে নেচে বেড়াক আমাদের মাঝে
মৃন্ময়, এসো আজ ভালবাসি ব্যবধান রেখে।
এসো ভালবাসি সেতুহীন
যেখানে হৃদয়ের পাড়ে প্রেম হবে চলন্ত সমুদ্র
একে অপরের জন্য স্বযত্নে চায়ের কাপে বাড়তি কিছু চিনি,
শুধু একই কাপে ঠোট না ভেজানো বৈরীতা
নিঁখুত মমতায় রাগান্বিত দৃষ্টিবর্ষণ হবে ঘরের কোণে
নিরালায় হেঁটে যাওয়ায় আরশোলার দিকে
সমযোতা হবে, ভালবাসা হবে; শুধু
কিছু ব্যবধান থেকে যাবে তোমার আমার মাঝে।
মন দেয়া নেয়া হবে; আবার
দিন শেষে যে যার স্থানে অক্ষত বসতি হবে
কাছে যাবো তবে খুব কাছে নয়, কিছুটা দূরত্ব থাকুক
যতটা ধর্মশালায় পাশাপাশি গেঁথে থাকা স্তম্ব, কিংবা
পথ হাঁটা সবুজের চিরহরিৎতে জীবন্ত ওক আর চাপলাশ পাশাপাশি।
হ্নদয়ের বিশাল করিডোরে মায়া ছড়ানো শিশির,
সেখানে পাশাপাশি তুমি আমি একে অপরের; শুধু
ব্যবধান রয়ে যাক আলিঙ্গনে ফুঁটো পথে
দুটি দেহের মাঝে বিশাল শূন্যতা স্পষ্ট; নিরাকার কিছু।
মৃন্ময়,
এসো কিছু ভালবাসা হোক আজ দু’জনার মাঝে
বুকের গভীরে খুব কাছে;
শুধু কিছু ব্যবধান থাকুক অনাকাঙ্খীত হয়ে।

Add to favorites
2,292 views