মৃন্ময়- ৬৫ -
এইচ বি রিতা
Published on: অক্টোবর 18, 2016
ভুলে গেছি স্মৃতি বিরহের সুর, রুপালী গীটারের টুং টাং শব্দ
ঈশ্বরের সাথে শেষ আলাপন, নির্ঝঞ্ঝাট সমর্পণ
ভুলে গেছি ডানপিটে শৈশব, ডিম্বকুসুম সুর্য্য
অভিমানী ফোলা চোখে বেহুদা আবদার
দল বেধে দু’বিনুনী; স্কুল পলাতক গল্প।
আজকাল কালজয়ী প্রিয় মানুষগুলো ভুলে যাই
ভুলে যাই দারুন মোহে স্নেহের পরশ, শীতলক্ষার পাড়ে চন্দ্রগ্রহন
মৃন্ময়, আজকাল সব ভুলে যাই;
আজকাল আর ভাল থাকা হয়না।ভুলে গেছি অভিমানে প্রেমে পরা
তুমি আমাতে কানামাছি প্রিয় খেলা, তিতাসের ঘোলা জলে
তোমার শোকে পূর্ণিমার ফুঁপিয়ে কাঁদা
এখন আর তোমার স্পর্শগুলো হৃদয় কল্লোলিনীতে অশান্ত ঢেউ তুলেনা
আজকাল ভুলে গেছি পিছনে ফিরে তাকানোর প্রয়োজন।
ভুলে গেছি আয়নার সম্মুখে দাঁড়ানো প্রেমান্ধ মুখাবয়ব,
চোখে চোখ রেখে শুষে নেয়া শাণিত জলকণা
ভুলে গেছি উদ্বাস্তুর নতজানু হয়ে তোমার করুণা ভিক্ষা চাওয়া।
ভুলে গেছি কান্নার ধরণ,চিরহরিৎতের সবুজ পাহাড়ে কষ্টবিলাস!
আজকাল সব ভুলে যাই; প্রিয় অভ্যাস গুলো ভুলে যাই
চিৎকারে জমিন ফুঁড়ে গায়েবী প্রাপ্তির কথা ভুলে যাই
বেঁচে থাকার উপকরণ, অপ্রাপ্তির হিসেব, সব ভুলে যাই
আজকাল ক্ষুদার কথা ভুলে যাই।
আজকাল সব কিছু ভুলে যাই মৃন্ময়;
আজকাল আর ভাল থাকা হয়না।