মৃন্ময় ৭৫ -
এইচ বি রিতা
Published on: অক্টোবর 1, 2017
আকাশের ঠিক নীচে, মাটি আর ঘাসে যেখানে মিশে
উষার আকাশে অপার সৌন্দর্য্য নিয়ে উকি দেয় শুকতারা
রহস্যের ইন্দ্রজালে ভেঙ্গে গেলে ঘুম,
তাকিয়ে দেখি শিশিরের জলে ভিজে আছে পোড়া জমি।
হেমন্তের বাঁশপাতায় মরমর ধ্বনি
কোয়াশার চাদর তলে কৃষক-কৃষানী জড়োসরো
পৃথিবীর মত বুড়িয়ে যায় রাতের তারা, চাঁদের আলো
তবু, ধোঁয়াটে ধানক্ষেতে নিয়মমাফিক কাকতাড়ুয়া দাঁড়িয়ে।
ফিরে এলে সন্ধ্যারাতি,
ইদুর-আরশোলা খুঁজে ফিরে আপদশূন্য স্থান
জোৎস্না খুঁজে নেয় গৃহত্যাগী মানব
কত কেউ বুকের ভাজে গুজে দেয় আতর-গোলাপ,
অরণ্যের বুকে দু’কদম রাখি, তাকিয়ে দেখি,
হিম আকাশের গায়ে ভয়ে মুখ লুকায় দলছুট মেঘের দল
আকাশের নক্ষত্ররা পথ হারিয়ে ফিরে যায় ঘরে।
এরপর তুমি এলে, হ্নদয় জমা রাখি সবুজের কাছে
বিছানায় শুয়ে শুনি সমুদ্রের মিহি স্বর
জ্বানালা খুলতেই জলের বাতাসে ডানা ঝাপটে উড়ে গেল পাখীর দল।
তুমি আসতেই হ্নদয় ভুলে গেল রাতভর অপেক্ষার প্রহর
মাঠের নীরবতায় পরিত্যাক্ত অশ্বথ, অন্ধকারে বিচ্ছেদের সুর
উড়ে গেল বাতাসে ধূলো খড়, গাছের বাদামী জীর্ণ পাতা
তুমি আসতেই আকাশ তলে পৃথিবী ভুলে গেল তার ঘুমের প্রয়োজন।

Add to favorites
801 views