যাতনা -
এইচ বি রিতা
Published on: জুলাই 30, 2014
ভালবাসা শুনেছি নদীর গতিপথ রোধ করে দেয়,
শুনেছি ভালবাসায় কয়লা পুড়ে খাটি সোনা হয়
প্রচন্ড বেগে তেড়ে আসা ঝড়কে সুবাসিত হাওয়ায় রুপান্তরিত করে!
ঘুঘু হয়ে উড়ে যায় সুউচ্চ চুড়ায়,
রাত জাগা প্রহরী হয়ে ঘিরে থাকে একে অপরের গায়ে।
সত্যিকারের ভালবাসার জীবনে একবারই আসে,
থেকে যায় অনন্তকাল ধরে
গভীর ভাবে শুষে নেয় কারো অন্তরাত্মাকে।
বিপদসংকুল দেয়াল ভেঙে পৃথিবীর আলোয় ভেসে উঠে
উড়ে যায় ভালবাসার হাতটি ধরে
যেখানে অশ্রু নেই, ব্যাথা নেই;
যেখানে ভালবাসা কেবল লাল গালিচায় মোড়ানো থাকে।
তেমনি ভালবাসার লোভ আমায় বিমোহিত করেছিল সেদিন।
বিস্ময়কর আনন্দে মারা যাওয়া খুব অন্যায় ছিলনা
এক পা, দু’পা এগিয়ে যেতেই অদৃশ্য অতীত গতিরোধ করে দিলো
বেতার তরঙ্গে ভালবাসায় মিশে যেতে যেতে থমকে দাঁড়িয়েছিলাম,
ভারাক্রান্ত হৃদয় আর ব্যাথিত অনুশোচনায় ফিরে এলাম।
অতীত তুমি বড় নিষ্ঠুর
যেতে যেতে পায়ের ছাপ রেখে যাও।