যাত্রা -
মোহাম্মদ আলী
Published on: জুলাই 23, 2020
দ্যাখো খণ্ড খণ্ড উৎকীর্ণ নিঃসঙ্গ অন্তবাসের উড়ন্ত লালচে জলসত্রের গান।জলো মেঘ জীবানাশ্রম যখমযূত্র নগরকীর্তন ঈশানবালা কাণক্যবাড়ির বেদনার শরীরে দুঃখলিপি।
অভিমানী নিনাদ ললিত আলোয় দেহ চিৎ হয়ে আছে খোলা ছন্দে। দেহের কোরক ভেঙে বেরিয়ে আসে আরেক দেহ।ছিড়া মটিবে দেহ সৃষ্টির শব্দ বাজে।পুরুষগুলো নারীর নদী খুঁড়ে গড়ে নিশিযাপন।
সন্ধ্যের বিচ্যুত কলকলিয়ে ওঠে শোকের পাঁচ আঙুল।শঙ্খচূড়ে ভবিতব্য মন্হন হিম স্তনে বিষজ্বালা ।ক্লান্তদর্শী পিপাসার ঘরে ভাংলেন স্বপ্ন।
মায়াধর্ম লৌকিকতা জন্মনৌকোগুলো দিশাহীন বৈঠার জলপাত্রের বিস্রস্ত পাঁচ আঙুল ।প্রণয়ের উর্ধ্ব সেবিকামুখ কালসাক্ষী

Add to favorites
549 views