যোগ-বিয়োগ -
শ্রীকান্ত
Published on: এপ্রিল 11, 2022
দু-চোখ জুড়ে ইচ্ছে আমার কমছে দিনের আলো,
আমার বিয়োগে ঝরাবে কি জল-
যাদের বেসেছি ভালো?
যোগ-বিয়োগের খেলা শেষ করে দাড়াবো কোথায় গিয়ে-
দেখে যেতে চাই শুধু এই আমি আমার দুচোখ দিয়ে।
রোজ রোজ আমি খুজেছি সে পথ যে পথে ফুরাবে দৈন্য-
শূন্য দুহাতে দিনের অন্তে সেজেছি মুকুটে সৈন্য।
তবু ভেবে মরি এই খেলা শেষে দাড়াবো কোথায় গিয়ে-
দেখে যেতে চাই শুধু এই অামি অামার দুচোখ দিয়ে।
দু-চোখ জুড়ে ইচ্ছে আমার কমছে দিনের আলো,
আমার বিয়োগে ঝরাবে কি জল-
যাদের বেসেছি ভালো?
নীল মাঝ রাতে ঘুম ভেঙে যায়-
দেখি চাঁদের পাহাড়ে সূর্য।
বুকের বা পাশে ডান হাত রেখে-
খুজে পাই ব্যথা তুর্য।
তবু ভেবে মরি এই খেলা শেষে দাড়াবো কোথায় গিয়ে-
দেখে যেতে চাই শুধু এই অামি অামার দুচোখ দিয়ে।
দু-চোখ জুড়ে ইচ্ছে আমার কমছে দিনের অালো,
আমার বিয়োগে ঝরাবে কি জল-
যাদের বেসেছি ভালো?

Add to favorites
821 views