রক্তাক্ষিযুগল -
বিভুঁই
Published on: এপ্রিল 2, 2017
কদমপ্রিয়া,
অভিমানে তোমার চিবুক বেয়ে যখন ঝড়ে পড়ে মুক্তোকণা,
যখন চোখ দুটো ঢেকে যায় অশ্রু নীরদে,
তোমার তীব্রতায় যখন সকল আকুতি হয় ধূম্রাচ্ছন্ন,
করতলে যখন তোমার নিঃশ্বাসের টান পড়ে,
তখন বলি, কোথায় যাবে তুমি?
.
যখন তুমি নিরেট প্রশ্ন ছুড়ে দাও আমার দিকে,
জানতে চাও; কে তুমি,
শুনতে চাও নিজের অস্তিত্বস্তুতি,
আর দূরে যেতে চাও, বহু দূর,
তখন দেই তোমার পরিচয়, তুমি আমার।
.
তখন বলি প্রিয়া, থেমে যাও,
যেও না আমায় তিক্ততায় ফেলে,
রেখ না নিজেকে অন্ধত্বের তলে,
এসো না করি ভাব সব রাগ ভুলে,
ঘৃণিত বাক্যে দিও না বিদায় বজ্র কণ্ঠে ,
প্রিয়া, ঝেড়ে ফেল সকল রাগ।
.
শাস্তি দিতে চাও তো দাও,
কিন্তু মায়ার র্বাধন ছেড়ে যাবে কত দূর?
রাগ কর তো কর,
কিন্তু প্রেমময় ডাকে সাড়া না দিয়ে থাকবে কী করে?
একবার ফিরে দেখ,
এ চোখে রাখ চোখ,
অনুতপ্ততায় মগ্ন এ রক্তাক্ষিযুগল,
তুলে তাকালে ক্ষমা না করে পারবে কি?

Add to favorites
492 views