রাতের অন্ধকারে -
এইচ বি রিতা
Published on: ফেব্রুয়ারী 1, 2013
রাতের অন্ধকারে খোলা আকাশের নিচে হাঁটছি!
শহরটা যেন নীরবতার চাঁদরে ঢেকে আছে
চারদিক নিশ্চুপ।শহর কথা বলেনা
মাঝে মাঝে গাড়ির শাঁ শাঁ শব্দ
মনে হচ্ছে,
অন্ধকার আর নীরবতার মাঝে কোথাও একটা মিল আছে!
একটা অদৃশ্য বন্ধুত্ব! নীরব সমঝোতা
যেমনটা আমার আর আমার ছায়ার মাঝে,
যেমনটা মায়ের কোলে শিশু
চোখের কোলে জল
যেমনটা জীবন আর জীবদ্দশায় রক্তে ঢুকে পড়া বিষ!
নীরবতা যেন অন্ধকারের বুকে স্বস্তি খুঁজে পায়
কি অদ্ভুত! কি অবাক করা সমঝোতা
যেন শেষ হতে হতে মাটি খামচে ধরা।

Add to favorites
5,110 views