রূপবতী -
মুহাম্মাদ মাসুদ
Published on: জুন 9, 2020
আহা! বেগুনি বিকেল
নিমন্ত্রণে তোমার রৌদ্রসেবন
আহামরি
ভরাডুবি
তোমার ফুটন্ত রূপে পুড়ি।
আহা! ঠোঁট জল
আমন্ত্রণে আমার দেহ-বন্ঠন
মরিমরি
নৌকাডুবি
তোমার প্রেম জোয়ারে উড়ি।
আহা! সুদীর্ঘ চোখ
কয়েকশো বছর হাঁটি
খুঁজি
পুঁজি
তোমার রূপ সম্পদে ভাসি।
আহা! লম্বা চুল
আঙুল বেয়ে উঠি
পুষি
রুটিরুজি
তোমার চুলের শিহরণে হাসি।
আহা! কানামাছি আঙুল
দূরত্ব নেই কিলোমিটার
কাছাকাছি
পাশাপাশি
তোমার আঙুলে কাশফুল ছুঁই।
আহা! শাড়ির আঁচল
নাটাই ঘুড়ির বাসর
মিছামিছি
অভিরুচি
তুমি আমি মিলেমিশে দুই।
আহা! প্রতিচ্ছবি প্রতিচিত্র
কলিজা শুকিয়ে ঠোঁটেঠোঁটে
ধুকপুকানি
হয়রানি
তোমাকে না দেখার অসুখ।
আহা! স্বপনচারিনী মিত্র
তোমাতে মাতাল আষ্টেপৃষ্ঠে
ঘুমপাড়ানি
সঙ্গিনী
প্রতি পলকেই তোমার মুখ।

Add to favorites
1,473 views