রোজদারের দোয়া -
বিভুঁই
Published on: জুন 21, 2017
তুমি মালেক তুমি খালেক
তুমিই পরওয়ার্দেগার,
আলোতে তুমি
আঁধারেও তুমি
তোমারই হাতে দিবস-ও-রাতে
ঘুরছে এ জগৎ সংসার।
পাপ করলে ক্ষমা চাইবার
করে দাও তুমি সুযোগ,
সারা বছরের শত শত পাপ
কাঁধে লয়ে সহস্র অনুতাপ
নত মস্তকে দরবারে তোমার
আজ বিশ্ব মানবকুল।
রহমতের এই পবিত্র মাসে
রহমত কর হে খোদা,
মাগফিরাত দাও
আর নাজাত দাও
নূরালোকে এই ক্ষণেতে
দূর করে দাও অমানিষা।
সুখ-দুঃখ তোমারই দান
সমস্ত নেব মাথা পেতে,
ধৈর্য দাও মোদের
শক্তি দাও মাবুদ
সাক্ষী আছে কোরআন
সহায় তুমি শত বিপদে।
কুড়ি রাকাতকে বিসর্জন দিয়ে
করছে যারা খুন-খারাপ,
হিদায়েত দাও
মাউলা বুঝ দাও
ছড়িয়ে দাও সর্বস্তরে তুমি
চির শান্তির সয়লাব।
পূত-পবিত্র এই মাসেতে
আর্জি জানাই ইয়া রহমান,
সকলের মনে
শান্তি দাও এনে
ঋণগ্রস্থরে সাহায্য করতে
বাড়িয়ে দাও যাকাতের জ্ঞান।
এই মাসের বিশেষ মহিমায়
মহিমান্বিত মোদের হৃদয়,
দীন-দুঃখীদের
দিন অনাহারের
অনুভব করে আমরা সবাই
ঠাই দেই তাদের প্রীতির ছায়ায়।
রোজদারের দোয়া শুনেছি কিনা
কবুল হয় ইফতারেতে,
এই বেলাতে
দু’হাত তুলি
নামাজ যেন পড়তে পারি
সারা বছর ও মাসেতে।

Add to favorites
436 views