রোহিঙ্গা -
এইচ বি রিতা
Published on: নভেম্বর 20, 2016
রোহিঙ্গা আর্তনাদে সারা বিশ্ব যখন কাদছে, তখন বাংলাদেশের দেশ প্রেমিকদের চিন্তা চেতনায় কিছু নতুন উপকরণ যোগ হতে দেখে অবাক হই। দেশপ্রেমিকরা বলেন, দেশে নতুন করে রোহিঙ্গাদের জায়গা দিলে, দেশে খাদ্য সংকট দেখা দিবে। তারা আরো বলেন, রোহিঙ্গারা এদেশে এসে মাদক,সাম্প্রদায়িক হামলা,চোরা চালান, জঙ্গিপনা বাড়াবে, রোহিঙ্গারা এ দেশের পার্সপোটে বিদেশ গিয়ে অবৈধ কাজ করে দেশের ভাবমুর্তি নষ্ট করবে। ওরা এদেশে এসে নিরিহ বৌদ্ধদের উপর প্রতিশোধ নিবে, ওরা ভোটার হয়ে জামাতসহ সাম্প্রদায়িক গোষ্টিকে ভোট দিবে, ফলে দেশে জঙ্গির সংখ্যা বাড়বে.. এদেশ তলিয়ে যাবে। ভাষা ও ভিন্ন সংস্কৃতিগত কারণে রোহিঙ্গারা নিজেদের স্বতন্ত্র জনমত গঠন করতে দেশ বিরোধী ষড়যন্ত্র করতে পারে। দেশ প্রেমিকরা আরো বলেন,মায়ানমারে রোহিঙ্গাদের এটা কোন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম বা জাতীয় মুক্তি সংগ্রাম নয়, বরং এটা সাম্প্রদায়িক সমস্যা। প্রাকৃতিক ভাবেই রোহিঙ্গারা রাখাইন রাজ্যের নাগরিক এবং তারা সেখানেই বাস করবে, এদেশে নয়! অনেকেই একে এটা মার্কিন সাম্রাজ্যবাদের একটি নতুন কৌশল বলে দাবী করেন।
আচ্ছা, আমাদের দেশ রোহিঙ্গাদের ছাড়া কবেই বা সচল, সংকটমুক্ত ও অভাবমুক্ত ছিল? আমরা এদেশে হিন্দু-বৌদ্ধ সংখ্যালঘুদের জন্য চোখের পানি ফেলি! আমরা তাদের দুঃখে কাতর হই। মায়ানমারের রোহিঙ্গারা জাতীয় স্বার্থের অজুহাতে আমাদের চোখ এড়িয়ে যায়।
বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হোক। ঘৃণ্য রাজনীতি নয়, মানবিক স্বার্থে।
—-ডার্ক এভিল (HB Rita)

Add to favorites
927 views