লোভী লোক -
Kumaresh Sardar
Published on: ডিসেম্বর 2, 2020
দরিদ্রতা ছিল অজ্ঞের
পা বাড়াল বশে লোভের
চোরাকারবার মন্দ ব্যবসা,
ফুলে ফেঁপে হলো ঢ্যাপসা।
রাজনীতির সে লেবাস ধরে
দলবাজির ঐ প্রভাব করে
ভূমির বেসাত, জবর দখল,
মজুতদারি, নদী দখল।
তনকা হলো হাজার কোটি,
চড়ার গাড়ি পাঁচটি-ছয়টি,
প্লট, ফ্লাট এবং জমি বাড়ি,
হয়েছে যে কাঁড়ি কাঁড়ি।
তরল টাকা নিযুত কোটি,
ফিক্সড ডিপজিট লক্ষ-কোটি,
দেশের বাইরে পাচার করে
নগদ টাকা আর না ধরে।
বস্তায় টাকা গর্তে টাকা,
সিন্ধুক, বাক্সে যায় না রাখা।
দানি সেজে সে দান করে
ভালো নররে মুখোশ ধরে।
পাপের টাকা যে কথা কয়,
বেড়ার বাইরে কান জেগে রয়,
খোঁজ পেল তো আইনের লোক,
টের পায় এবে লোভী লোক।
কয়েদখানায় আটকে রাখল,
অবৈধ সব সিজ তো করল।
বিচার চলল যে বহুক্ষণ,
সাজা হলো যাবজ্জীবন।
বি.দ্র. স্তবক – চার চরণের
চরণ – দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব – ৪+৪
লয় – দ্রুত
ছন্দের নাম -স্বরবৃত্ত

Add to favorites
509 views