শব্দ -
এইচ বি রিতা
Published on: সেপ্টেম্বর 10, 2018
শব্দ! আমার কাছে পাশে শুয়ে থাকা প্রেমিকের মত
যখন তখন ইচ্ছে হলেই খেলতে পারি!
চুলে বিলি কেটে, চুল ছিড়ে
শব্দকে ভালবাসি
যন্ত্রনায় কাতর করি
শব্দ আমার কাছে প্রেমিকের মন ভংগার মত
হতাশা পেয়ে বসলেই শব্দকে ক্ষতবিক্ষত করি
সোনা ঝড়া রোদ অধর ছুঁয়ে গেলেই,
সুনীল আকাশের মত বুকে ধারণ করি।
আমি শব্দকে নিয়ে খেলি,
শব্দ আমাকে ভাঙ্গেনা, আমি শব্দকে ভাঙি গড়ি
ইচ্ছেমত
শব্দকে আমার চেতনায় প্রয়োগ করি
গলা চেপে শব্দকে নিজের গভীরে পুঁতে দেই
প্রয়োজনে প্রণয়ে লিপ্ত হই, জবরদস্তি করি
তারপর চৈতন্যের গভীরে ছায়া বিস্তার করে শব্দের বংশ বৃদ্ধি করি।
সবুজ দ্বীপের নিয়ম আমি মানিনা
স্যান্ডল পায়ে কাঁধ বরাবর চটির ব্যাগ, তাতে
নিচক বন্ধি ভাবাবেগ,
দীগন্ত সীমায় একটি পাখী উড়ে যাবার বৃথা অপেক্ষা;
তাও বড় অসহ্য লাগে
শব্দ অন্বেষণে,
এদিক-ওদিক ছুটাছুটি করার প্রযোজনবোধ করিনা
খালি পা, দুর্গন্ধ পরিধেয় বস্ত্র
আমায় বিচলিত করেনা
হাই ক্লাস, লো ক্লাস
বস্তির খুপড়ি ঘরে, পতিতার নাপাক পেটিকোটের অন্তরালে
আঁশটে ঝং ধরা টিনের থালা
সুশীলের কনডম প্যাকে
মাটির তলদেশে যেখানে চাপা পড়ে আছে হাজারো নক্ষত্র ;
সর্বত্র শব্দ আমাকে খুঁজে নেয় তার সুবিধামত।
আমি শব্দকে দেখিনা
অদৃশ্যের অন্তরালে শব্দকে শুধু ভাঙ্গি-গড়ি, জোড়াতালি দেই
আমার রাত নেই, দুপুর নেই, সকাল নেই
শব্দকে নিয়ে খেলি যখন-তখন,
শব্দ আমাকে যেমন করে চায়।
শব্দ, আমাকে কখনোই ভাবায় না
ধ্বনির মত ক্ষুদ্রতম একক আমি,
উড়নচন্ডী বাতাসে শব্দের তীক্ষ্নতা ও তীব্রতা ছুঁড়ে ফেলে
ধাঁরালো করি মগজ, প্রতিদিন
শব্দের পরিমাপ করিনা, উৎপাদন করি
কেননা, সেরিব্রাল কর্টেক্স আহত হলে
ডেসিবল সেখানে বন্ধ্যা নারী।

Add to favorites
739 views