বসন্ত বিলীন হয় না -
রুপক চৌধুরী
Published on: জানুয়ারী 24, 2022
বসন্ত বিলীন হয় না প্রলয়ের প্রলোভনে,
চোখের অলক্ষণে’ও থাকে তার কিংশুকের লালিমা,
বসন্ত বেঁচে থাকে বৈপরীত্যে মোড়া
প্রতিশ্রুতির অবিচল বিভায়,
অসমাপ্ত উপন্যাসে বসন্তের চিরযৌবনা আবাস,
কোনদিন যে পাখি গান গায় নি সুরতুলে,
সেও জানে বসন্ত আছে তার কন্ঠের সুপ্ত কোঠায়,
ফুল ফোঁটেনি কোনদিন যে কাননের চৌকাঠে,
বসন্তের খবর তাকে দিয়ে যায় তার অবুঝ কিশলয়,
প্রশান্তি আর নতূনের পথে বিছিয়ে সবুজের শান,
বসন্ত বিলীন হয় না কোনদিন,
কোন যুদ্ধাস্ত্র পারে না মারতে তাকে বিলক্ষণ
বারুদের বিভিষীকায়,
বসন্ত বেঁচে থাকে কিশোরীর ক্রমবর্ধমান কেশাগ্রে,
বৃদ্ধের বয়সের বর্ধমান বিরুদ্ধতায় বসন্তের বাস,
যুবকের সংগ্রামী সংঘর্ষে,
প্রত্যাশার ফুল হয়ে বসন্ত জীবন্ত রয় বারোমাস,
বসন্ত বিলীন হয় না দুর্ভিক্ষে,
মানুষের চিরজাগরুক আশার আরেক নাম’ই বসন্ত ।
বসন্তের শুভেচ্ছা

Add to favorites
415 views