শৃগালনামা -
রুপক চৌধুরী
Published on: মার্চ 17, 2021
চোরা শিকারীর আস্ফালনে বিপর্যস্ত নাগরিক পথ,
ফাঁদ পাতা ম্যানগ্রোভ মনের আনাচে-কানাচে,
কার চোখে চোখ রেখে নিঃশ্বাস রচনা হবে,
বসন্তেও শিমুল বিচূর্ণ হয় শিলার শুভ্র আঘাতে,
সুন্দরবন নিয়ে আমাদের সীমাহীন গর্ব,
কোন অভিমানে হরিণপাল ছুটোছুটি করে,
আমাদের জীবনটাও এক আস্ত সুন্দরবন,
যেখানে সুন্দরী গাছের মতো বেড়ে ওঠা স্বপ্নগুলো,
চোরা শিকারীর তক্ষক নিঃশ্বাস লেগে পঁচে যায়,
জীবন জীবনের মতো থাকুক তথাপি,
আমরা বরং শৃগালের মতো চতুর হয়ে যাই,
তোমার চোখের নোনতা জলের বর্নহীন মানে,
বোঝে যাবে অনায়াসে প্রেমিক তখন,
সেতো জল নয়,আস্ত কোন হেয়ালি কারাগার,
পরিশেষে,শৃগালনামা পড়ে আমার হবো,
সত্যিকারের পরিযায়ী পাষাণ,
আবেগ দিয়ে নয়,বুদ্ধি দিয়ে যারা সাঁতার দিবে,
কারো চোখের জলের বিষাক্ত নদী।

Add to favorites
93 views