শেষের কবিতা -
মোঃ আল-আমিন সাব্বির
Published on: নভেম্বর 13, 2017
আমরা উদাস দাওয়ায় বসে, লিখছি কবিতা
শেষ বিকেলের আলোয় আজ শেষ কবিতা…
শেষ বলে এটাই শেষ তা নয়,
এই শেষ ভালো থাকার শেষ চিহ্ন ভাষা
তাদের- যারা পাপিষ্ঠ। মাত্রাতিরিক্ত। অত্যাচারে বলীয়ান।
আজ শেষ হবে গ্রহীতা ধর্ম।
কেন শুধু আমরাই বারবার পিরীত হব?
কেন শুধু আমরাই?
আমি সেই শেষের কথা বলছি-
“যেই শেষ কোনোদিনো আর অন্ধকারকে আলোতে আসার সুযোগ দিবে না। একেবারে পিষে ফেলবো আলোর দুনিয়ায় অন্ধকারকে। ”
-জাগ্রত হব শেষবারের মতো যেন কোনদিনও আর শুরু না করতে হয়।
যদি হেরে যাই হারব, মানব না আর পরাজয়।
হেরে গেলেও এই শেষ, কোনো দিনো জিতবো না।
জানি, আমরা মাছ-ভাতের জাতি>হার মানতে শিখিনি।
হার মানা আমাদের রক্তে নেই।
এই শেষ, শেষের।
তাই এই কবিতা শেষের।
সোমবার
৯ই অক্টোবর ২০১৭
মিরপুর, ঢাকা-১২১৬।

Add to favorites
840 views