শেষ থেকে শুরু -
Ariful Islam
Published on: জুলাই 22, 2020
যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করে
ভ্রণ হত্যা করিস নরকের কীট
সেই ভুল শোধরাতে তোকেই হত্যা
করে বিদায় দেয়া হবে বিশ্ব থেকে।
একদিন তুইও ছিলি মাতৃগর্ভে
ভুলে যেওনা হে মানবসমাজ
তোমার সামান্য ভূলে যেন প্রাণ
না যায় আর কোনো নবজাতকের।

Add to favorites
447 views