শ্মশানকালী -
এইচ বি রিতা
Published on: মে 30, 2014
আমি অষ্টধা, আমি সংহরণ নববিধা
অসুরাশক্তি হরণকারী, অচলকঠিনমৃদঙ্গ লীলায় লালী
দক্ষিণা,সিদ্ধ, গুহ্য,মহা,ভদ্র, চামুণ্ডা,শ্রী
আমিই সর্বশেষ ধ্বংসশক্তি শ্মশানকালী।
আমার বিচরণ-বিসর্জন শ্মশান ঘাট; পুরোহিতের নাই গাঁট
অশুভ শক্তি বশি অমাবস্যা পুর্ণিমায় নরমুন্ডু খশি
আমি ধ্বংস শক্তি, ভয়াবহতার রূপ শ্মশানদেবী।
রক্তপিঙ্গল দর্শনেন্ত্রিয়, তম কৃশানু ব্যভিচারী
আমি শ্মশানকালী, আমি শ্মশানের অধিষ্ঠাত্রী।
আমি উলঙ্গ,মদ্যপ; আমি উন্মত্ত মদ-মাংসে ক্ষুধার রাজ্যে টানি প্রলেপ
আমি ভয়াবহ, নগরের বুকে নিষিদ্ধ
নৃ-কর্তনে হই শুদ্ধ।
রক্তপিপাসু পরাশক্তি, কভু আশীবিষে বেষ্টিত দেবী
ভয়ংকর আমি অভীক; আমি ইন্দ্রালয়ের রবি।
আমি মহাকাল,গ্রাসকারীনি, আমি আদ্যাশক্তি মহামায়া
ভিন্ন রুপে মানবকূলে তাই আমার সর্বগ্রাসী ছায়া।

Add to favorites
1,325 views