শ্রাবণ রাখি -
Kumaresh Sardar
Published on: আগস্ট 4, 2020
শ্রাবণ পূর্ণিমার যে রাখির বন্ধন
ভাইয়ের মঙ্গল তরে পরায় তা বোন,
কর্মাবতীর রাখি তো পেয়ে হুমায়ুন
এগিয়ে এসেছিল বাঁচাইতে বোন।
সচী বেঁধেছিল রাখি ইন্দ্রের হস্তে
যার ফলে রাক্ষসেরা যুদ্ধে গেল ভেস্তে,
পাঞ্চালী যে বাঁধিল ক্ষত ভ্রাতা শ্রীকৃষ্ণের,
সন্তোষীকে বাঁধে রাখি পুত গণেশের।
যমুনা পরাল রাখি যমের অজরে,
তাই যম দিল কথা বোনেদের তরে
বোনেরা বাঁধিলে রাখি ভাইদের হাতে,
যম রক্ষাকবচই হবে সেই হতে।
যুগে যুগে বাঁধে রাখি রমণী মর্দরে
বিপদ হতে রক্ষিতে কল্যাণের তরে,
সম্প্রীতির নিদর্শন হয়েছে যে রাখি
ছড়াতে সবার মাঝে রয়েছে তা বাকি।
মানুষে মানুষে ভেদ অশনিসংকেত
অট্টালিকায় থাকে কেউ কেউ অনিকেত,
জাত্যভিমান ও ঘৃণা এনেছে বিষবাষ্প
সমাজের মাঝে তাই এত বিপ্রকর্ষ।
পরাক্রম, ধর্মভেদ যদি চাও নাশ
রাখি বাঁধা হতে পারে বড় এক আশ,
জাতি বর্ণ নির্বিশেষে রাখি বন্ধন
হতে হবে একাকার পূর্ণিমা শ্রাবণ।
বি.দ্র. স্তবক – চার চরণের
চরণ – দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব – ৮+৬
লয় – ধীর
ছন্দের নাম -অক্ষরবৃত্ত

Add to favorites
669 views