সংঘাত -
এইচ বি রিতা
Published on: মার্চ 3, 2016
আমি অষ্টপ্রহর ডুবে থাকি নোনাজলে
শরীরে অভিমান লেপ্টে, উন্মাদনায় বিলুপ্ত
ভুল করে, ভুল আয়োজনে
তোমাকে জাগাবো বলে হৃদয় ছিঁড়ে,
নিশ্চিত মৃত্যু থেকে ঘুরে এসে
নিজেকে সঁপে দেই তোমার মায়াজালে!
মৃত্যুর পরে মৃত্যুকে চিনেছি
আজো ভুল করি তোমাকে চিনতে,
বজ্রপাতে বুকের ভিতর শব্দ, মনের কার্নিশে নাচে মেডুসা
একপাশে বেহিসাবী ভালবাসার রক্তস্নান,
অন্যপাশে বিষের বাঁশিতে আচ্ছন্ন আমি,
বুকের পাটাতনে শুনি তোমার পদঘাত!
নিশ্চিত মরন জেনেও নির্লজ্জ আমি
কষ্ট গিলে শুয়ে পরি মৃত্যুর উন্মুক্ত বুকে।
ভুলে যাই তুমি এখন ডানপিটে স্বৈরী
তীব্র যাতনায় কেবল তিতকুটে ঢেঁকুর
ঘুম চোখে অদ্ভুত এক শূন্যতা বুকে,
তোমার মায়ায় আচ্ছন্ন হতে হতে আবারো,
ঘোর তন্ময়ে নির্ভুল ভুলগুলো জেগে উঠে!
নিশ্চিত বিভ্রান্তি জেনেও সব চূরমার করে,
অন্ধকারের ভিতরে তোমাকে চিনে ফেলি।

Add to favorites
2,074 views