সংজ্ঞাহীন শব্দ -
আসাদুজ্জামান শাওন
Published on: মে 3, 2017
সংজ্ঞাহীন শব্দ
আসাদুজ্জামান শাওন
——————–——————–
প্রেমিকার অদ্ভুত প্রশ্ন
অনেকটা করুণ দৃষ্টিতে আমার রক্তাক্ত দু’চোখের দিকে তাকিয়ে জানতে চাইলো
ভালোবাসা নামক নষ্ট শব্দের অর্থহীন সংজ্ঞা!
বিমর্ষ মনে তাকে দেখিয়ে দিলাম,অদূরের ঐ ব্রোথেল।
অন্ধকারে নির্মম সমাধি অদৃশ্য ভালোবাসার।
অদ্ভুত হলেও সত্য-
নগ্ন শরীর অন্ধকারে আচ্ছন্ন মহাউৎসব,
উন্মুক্ত বক্ষযুগল যুদ্ধ জয়ের নিশ্চুপ উল্লাস।
দৃশ্যমান নগ্ন নাভী বিকৃত লালসা
আঁধারের অপ্সরীর আঁখিদ্বয়ে লেপ্টে থাকা
ঠিক প্রেমিকার মতন দু’চোখে দৃষ্টিতে দৃষ্টি দিয়ে দেখা দূরের অজানা পথ;
লুকায়িত স্বর্গ যা আজ ধ্বংসাত্মক।
ঠোঁটে আঁকা কামুকতা,প্রণয় চিহ্ন!
যোনী আহত স্বর্গের অমৃত সুখ,পূর্ণতা লাভ,
অকাল বীর্যপাত পৃথিবীর সংজ্ঞায় প্রেম;
শরীরি যুদ্ধ নিত্য নিথর কামনা প্রাপ্তি।
সবশেষে ব্রোথেলে সমাধিস্থ অর্ধ-গলিত ভালোবাসা!
আশাহত ব্যর্থ প্রেমিক প্রেমিকার প্রতিচ্ছবি অবিরত খুঁজে চলে
বেশ্যার বুকে অর্থের অভিনয়ের ভালোবাসায়।
পবিত্র ভালোবাসা খুন হয় অপবিত্র ভালোবাসার নির্মম হাতে,
আমার নীরাবতা ভেঙ্গে বলতে ইচ্ছে করে, প্রেমিকা!
ওদিকে দেখো তোমার অর্থহীন প্রশ্নের সংজ্ঞাহীন উত্তর।
যেখানে যৌনতা মানে প্রেম,ভালোবাসা এবং শিল্প।
শেষমেষ প্রেমিকার নিশ্চুপতা বরণ ও একটি ভাঙ্গা দীর্ঘশ্বাস
কান্না জড়িত কন্ঠ,দু’চোখে জমাট অশ্রু,
রহস্য বাক্য-“প্রেমিক তুমি বদলে গেছো”।
প্রতিউত্তরে ঝাপসা অশ্রুবর্ষণে শুধু এতোটুকুই বলেছিলাম-
“অলীক ভালোবাসার সংজ্ঞা আজ ব্রোথেলে উচ্চারিত হয়”।

Add to favorites
954 views