সই -
এইচ বি রিতা
Published on: জানুয়ারী 28, 2015
হ্নদয়ে মোর বাজে গো সই প্রেম বীনা ছন্দে ছন্দে
কাহার লাগি ব্যাকুল আমি হ্নদয় দোলে আনন্দে।
প্রতি প্রাতে মেলিয়া আঁখি সই তাহারে যাই খুঁজি
মনের হরষে দিবস রজনী ক্লেশ বুকে পুষি।
সই তাহার সনে বাঁধিছে প্রাণ রাগে অনুরাগে
কুসুমকুঞ্জে ফুঁটিছে গোলাপ ফুলেতে সংগম লাগে।
খুলেদে সই হাতকড়া মোর স্রোত বহে যাক নদে
স্রোতমুখে প্রাণ ভেসে যাক তাহারে বিনা চিত্ত কাঁদে।
তরঙ্গ রঙ্গে নবপল্লবে হিল্লোল উঠিছে বনে
সই তাহারে লয়ে মন উড়ে বসন্ত সমীরণে।
চিত্ত বিগলিত আজি দরিয়ায় ভাসাইবো তরী
তাহারে বিনা সই গো মর্ম যাতনায় আমি মরি।
প্রনয়মিলনে তাহারে চাই নাহয় গেলাম দূরে
চরণধূলি লাগুক গায় আজি তবে যাই মরে।
সই গো তাহারে বলিস যদি ভোর না আসে আর
জন্মে পূরেনি যাহা পূরেতে তাহা ফিরিবো আবার!
——
[ অক্ষরবৃত্ত মিত্রাক্ষর ছন্দে লিখা ]

Add to favorites
2,399 views