সকল কষ্টেরা মরে যাও -
এইচ বি রিতা
Published on: অক্টোবর 10, 2016
পৃথিবীটা একটা গোলাকার বৃত্ত। ঠিক কত বড় জানিনা, তবে বেশ বড়! অনেকটা শহুরে হাট বাজারের মত।এখানে নিত্য চলে মনের দর-দাম, জীবনের চাহিদা অনুযায়ী মূল্যরাশ-মূল্যবৃদ্ধির বিচিত্র খেলা। কেউ চড়া দামে বিক্রি হয়, কেউ ন্যায্য মূল্যই পায়না।
পৃথিবীর এক দিকে প্রতারণা- মিথ্যাচার, অন্যদিকে কেবল কষ্টের সিঁড়ি বেয়ে আকাঙ্ক্ষার তরতর করে বেড়ে উঠা! মায়ের মনে সন্তানের প্রতি আকুতি! বাবার প্রাণে ভয়! ভালবাসার মানুষ একে অপরকে ছেড়ে যায়, অযতনে বেড়ে উঠা মায়ার বাসরে উইপোকার বসতি স্পষ্ট! দিন শেষে রাত হয়, এ পাড়ে সুগন্ধি গায়ে লোমশ বুকে কারো ঠাই হয়, ওপাড়ে কোন রমনী আঁধারে বুক ভাঙ্গা আর্তনাদে বালিশ ভিজায়! কারো শরীরে শতাধীক পুরুষের অনৈতিক ছোঁয়া লাগে! কারো শরীর স্পর্শের দোষে কল্পনায় তৃষ্ণায় মরে! কেউ খিলখিলিয়ে হেসে মরে, কেউ পেটের ক্ষুদায় মরে! কারো সেবায় চার দাসী, কারো বুকে চৈত্রের ক্ষরা! এই যে এত বিভেদ, এই যে এত বৈষম্য……কেন? কেন এতসব কষ্ট চারপাশে আমৃত্যু ঘেষে রয়?
ভালবাসার লোভে ভালবাসা ছুটে যায় অনৈতিকতার বাঁধ ভেঙ্গে সুখের ঘরে! ওখানেও কষ্ট! ফিরে আসায় আরো কষ্ট!
অবশেষে ভাগ্যের গায়ে সকল আবর্জনা ঢেলে পরাজয় স্বীকার! আমার কর্মে আমি ভোগী, তোমার কর্মে তুমি! মাঝখানে কিছু বেহিসেবী মায়ায় নির্দোষ প্রাণ ও ভোগে।
মাঝে মাঝে ভাবি, এই যে বেঁচে থাকা, এই যে বেহুদা মায়ার সংসার, এত সব কেন?
মরে গেলেই তো হয়! কিংবা ফাঁশিতে ঝুলে পরলে!
পৃথিবীর সকল বঞ্চিতরা মরে যাও; পৃথিবীর সকল কষ্টেরা ফাঁশিতে ঝুলে পরো!

Add to favorites
1,230 views