সখা আইসো আমার সনে -
মোঃ আরিফ হোসেন সর্দার
Published on: জুন 24, 2017
সখা আইসো আমার সনে
কোন রাত বা দিন লগনে
তোমার সাথে খেলব ধাঁধা নিরব ও নির্জনে
সখা আইসো আমার সনে
(২)
তোমায় নিয়ে তুলব আমি কাঁচা হলুদের ডালা
সেই ডালাতে সাজিয়ে দেব কদম ফুলের মালা
হলুদ মেখে মালা পরে নাচব আন মনে
সখা আইসো আমার সনে
(৩)
তুমি আমি দেখব ছবি বসে একসাথে
সেথায় মোরা হারিয়ে যাব কল্পনার জগতে
ভালবাসা উঠবে জেগে দুজনারো প্রাণে
সখা আইসো আমার সনে
সখা আইসো আমার সনে
কোন রাত বা দিন লগনে
তোমার সাথে খেলব ধাঁধা
নিরব ও নির্জনে
সখা আইসো আমার সনে

Add to favorites
428 views