সবাই একা -
এইচ বি রিতা
Published on: সেপ্টেম্বর 5, 2013
একটা সময়ের পর প্রতিটা মানুষই বোধহয় খুব একা হয়ে যায়। কেউ বসন্তের শুরুতে, কেউ ভর দুপুরে, কেউ বা পড়ন্ত বেলায়। হাজারো সুখের ভিরে কখন যে একাকীত্ব এসে জাপটে ধরে, দুঃখগুলো কখন যে জেগে উঠে অবচেতন মনে, তা বোধ হয় কেউ জানেনা। মন এর ঘরে অস্থিরতা হেঁটে বেরায় ঝুন ঝুন শব্দে। দামী পালঙ্কে শুয়েও নির্ঘুম রাত কাটে। সযত্নে পাশে রক্ষিত ভালবাসার হাত এর স্পর্শেও কোন শিহরণ জাগেনা। মন কাঁদে কোন এক অজানা শুন্যতায়। মন বার বার পিছু ছুটে। সেই শৈশব, কৈশোর, সেই ছোট বেলায় ফ্রগ পড়ে হেঁটে বেড়ানো, বাবার কোলে ঘুমিয়ে পড়া, বন্ধুদের সাথে কত শত রাত পাড়ি দেওয়া ,মা এর কোলে মুখ লুকিয়ে পৃথিবীর সমস্ত যন্ত্রণা থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা, সবকিছুই কেমন পিছু টানে। মন বড় অদ্ভুত এক জিনিস হাড়িয়ে যাওয়া অতীত খুঁজে খুঁজে হয় পাগল। ছিঁড়ে যাওয়া সম্পর্কের সুতোয় জোড়া দেওয়ার বৃথা চেষ্টায় করে যায় একান্ত গোপনে। আলো ছেড়ে আঁধারের পিছু ছুটে মন। সম্পর্কের গভীরতা কখনো খতিয়েই দেখেনা। নষ্টট হয়ে যাওয়া সম্পর্কের শোকে জীবন্ত সম্পর্কগুলোকে জ্যান্ত পুতে ফেলে। যা হাড়িয়েছে, যা অতীত, যা মুছে গেছে চিরতরে, তার খুজে মন বার বার হয় দিশেহারা।
মাঝে মাঝে কষ্টটটা উপলদ্বি করার চেষ্টা করি। মাইলের পর মাইল হেটে বেড়াই। কখনো বা অন্ধকারে বন্দি হয়ে যাই। বুকের এপাশ ওপাশ হাতড়িয়ে মরি। কোথায় যে আমার ব্যাথা, ঠিক ধরতে পারিনা। কষ্টের বাস যে কোথায়, ঠিক বুজতে পারিনা।

Add to favorites
1,222 views