সমর্পন -
এইচ বি রিতা
Published on: মে 17, 2013
আর কখনো যাওয়া হবেনা বন্ধ ঘরে
স্বল্প আলোয় ক্ষীন-স্বরে
গুমোট আমিষ গন্ধে কারো তরে
সুপ্ত আমার আমাকে জাগিয়ে
টেনে হিছড়ে সবটা ছিড়ে;
গোপন সমর্পন
আর হবে না আর হবেনা।
একটা বিস্তর প্রান্তর…
ঘন কালো দুর্বা ঘাসের ছড়াছড়ি
নাসিকারন্দ্রে সন্মোহিত মায়াবী ঘ্রাণ;
তারপর সবটুকু শুষে নেয়া।
যদি মন বাঁধ না মানে কোন এক নিশীতে
যদি দেহ লুটায় ওই বিস্তর প্রান্তরে,
আঁখি বুঁজে
নিঃশ্বাসে নিঃশ্বাস ঢেলে
দুটি মেঠো পথ যদি যায় একাকার হয়ে;
তবে দোষ কি বল?
মানুষ তো ।

Add to favorites
1,308 views