সম্পর্ক -
এইচ বি রিতা
Published on: জুন 1, 2013
সম্পর্ক গুলো জানি কেমন!
একটু ঘোলাটে, একটু অস্পষ্ট…
একটু বিষাদের আবরণে জড়ানো
কখনো মনে হয় খুব কাছ থেকে ছুয়ে দেখি,
কখনো আবার দূরে সরে যাই
যেন হাতটি দিয়ে ছুঁয়ে দেখলেই সব শেষ!
সম্পর্কের সুক্ষ অনুভূতি গুলোবড় বেদনাময়
শক্ত হাতে ছুলেই যেন বিষ ছড়িয়ে পড়ে
যেন নাটাই এ সুতো বেধে ঘুড়ির মত উড়িয়ে দিয়েছে কেউ
যেখানে খুশি উড়ো, একটু টান পরলেই সুতো ছিড়ে যাবে!
সম্পর্কগুলো এমন অদ্ভুত নিয়মে বাঁধা কেন?
যেন মুক্ত আকাশে ঘুড়ির মত উড়তে উড়তে একদিন,
সুতায় সুতায় লাগে টান
কিসের টানে কি ছুঁটে
কার টানে কি ছিঁড়ে
কেউ জানে না। এক অদ্ভুত পরিণতির নাম সম্পর্ক।

Add to favorites
1,575 views