সম্পাদক -
Ariful Islam
Published on: জুলাই 22, 2020
সম্পাদক
আরিফুল ইসলাম
আমি খুন করি প্রতিটি পঙক্তি
রক্তমাখা ছুরি হাতে উৎসব করি প্রকাশ্যে
আমায় শাস্তি দাও কবিতা
আমার বিচার করো জনতা
প্রকাশ্যে দিবালোকে সাক্ষী দিবে
প্রতিটি অক্ষর,
ভরা আদালতে মুখোমুখি হবো সত্যের
জজ পিপি অ্যাডভোকেট সবার কন্ঠে
মুখরিত হবে আদালত চত্ত্বর
ধ্বনিত হবে ফাঁসির দাবিতে আন্দোলন
ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই
কেঁটে ফেলা শব্দদের একত্রিত করে
স্বাক্ষীরা উপস্থাপন করবে আরজি
আমি কেবল বোকার মন চেয়ে থাকব
চেয়ে দেখব একদল শব্দের আর্তচিৎকার
আমাকে কেঁটো না আমাকে মেরো না
আমাকে বাঁচতে দেও জন্মগ্রহণ করতে দাও।
আমি এক হতভাগ্য খুনি সম্পাদক।

Add to favorites
506 views