সময়ের পাঠশালা -
রুপক চৌধুরী
Published on: মার্চ 27, 2020
প্রেয়সীর ওষ্ঠে আজ জীবাণুর পাখি,
মায়ের আঁচলে কেহ মুখ নাহি ঢাকি ।
বাবার কাঁধেতে বসা অদৃশ্য শকুন,
বন্ধুদের আড্ডাখানা ভয়ার্ত দ্বিগুণ ।
বাতাসের রন্ধ্রে রন্ধ্রে বিভীষিকা ঝরে,
লাশের মিছিল চলে কেউ নাহি ধরে ।
কর্মব্যস্ত শহরেতে ভুতুড়ে জীবন,
জলসা ভেঙেছে আজ কাঁদছে ভুবন।
সীমাবদ্ধ শক্তি নিয়ে করছি বড়াই,
অদৃশ্য শত্রুর সাথে বিশ্বের লড়াই।
একাকি করেছে আজ জীবনের রথ,
বাঁচার তাগিদে খোঁজে দূরত্বের পথ ।

Add to favorites
641 views