সময় -
রুপক চৌধুরী
Published on: এপ্রিল 8, 2021
অনিশ্চিত অভিপ্রায়ে বন্দি সময়
প্রকৃতির আক্রোশে থমকে পড়েছি সবাই,
মেঘের ঘনঘটায় পিচ্ছিল অঙ্গনের মতো,
মানুষের মনও তেমন নিরাসক্ত হয় জলজ শংকায়,
ফাগুনের ফুল আবার পালাক্রমে,
সুরভিত করে হৃদয়ের নাগপাশ অবিরাম ।
অহোরাত্রি স্বপ্নবোনা থেমেগেছে আকষ্মিক,
মৃত্যুর ভয়ে কবিতার মুখেও স্থবিরতার মুখোশ,
উপাসনালয়ের দুয়ারে আতংকের অভিসার,
সময় নিয়ন্ত্রণ করে আমাদের সজীব সমীকরণ,
প্রিয়তম তুমি বসন্ত হলে’ই
আমরা কাব্য হয়ে ঝরি দিগন্তজুড়ে নিশিদিন,
আর তোমার স্থবিরতা আমাদের অসার করে,
তখন আমরা স্বপ্ন দেখতে ভুলে যাই প্রতিনিয়ত,
মহামারীর লাবণ্যহীন নৌকোয় পালতুলে,
জীবন-মৃত্যুর অপ্রত্যাশিত সন্ধিক্ষণে তখন,
তোমার কাজল চোখের হৃদয়গ্রাহী ব্যাবিলন ,
সৌন্দর্যের সাবলীল গতি হারিয়ে হয় শুধুই কালিমা।

Add to favorites
35 views