“সরকারী কর্মচারী” -
রুপক চৌধুরী
Published on: জুন 16, 2017
আমি সরকারী কর্মচারী,
বছর বছর বাড়ছে বেতন তবু দুর্নীতি না
ছাড়ি,
আমি সরকারী কর্মচারী ।
লাল সাদা কালো সবুজ গোলাপি
নানা বর্ণের ফিতায়,
ফাইলের জট টেবিলের বুকে
করে রাখি নানা ছুতায় ।
ঘুষ দিলে পরে,এই মন ভরে,
ফিতা দেই খুলে, ফাইল হাতে তুলে,
সই করে দায় সারি,
আমি সরকারী কর্মচারী ।
সঠিকেরে আমি ফেলে রাখি দূরে,
অবৈধরে করি ঠিক,
টাকা যার বেশি তারে করি খুশি
নেতার কথাই সঠিক ।
আমলাতন্ত্র রাষ্ট্রযন্ত্র আমি’ই সরকার,
আমি সরকারী কর্মচারী,
আমার কেবল টাকাই দরকার ।
*
(সৎ ও দায়িত্ববোধে উজ্জীবিত
কর্মকর্তাদের এই লাইনগুলোর আওতার
বাহিরে রাখা হলো) ।

Add to favorites
452 views