সরল মানুষ ॥ এসপিএস শুভ -
Sps Shuvo
Published on: ডিসেম্বর 7, 2019
কবিতাঃ সরল মানুষ
লেখাঃ এসপিএস শুভ
রচনাঃ ৪/১২/২০১৯
আমার গাঁয়ের সরল মানুষ
ভালোবেসে উড়াই ফানুস!
একত্রে বাস করি,
দুখী মুখে হাতটি বাড়ায়
দুঃখ আসলে-দুঃখ তাড়ায়
দুঃখ লাজে মরি।
আমরা সবাই সুখী দুখী
হাসি কাঁদি মুখোমুখি;
স্বর্গ জীবন গড়ি,
মিলে মিশে সবার কাজে
হিংসা-বিচ্ছেদ নাহি বাজে
ভালোবাসা করি।
মানব জীবন সার্থক হলে
গুরুজনে ভালো বলে-
অন্যের সেবার তরে,
অনাহারী কষ্টে থাকে
বিলি করি আহার তাকে
মনের আশা ভরে।
দুখী লোকের করে সেবা
মহৎ নাহি সাজবো কেবা
জীবনটা আমার খুশ,
বিলি করব সকল দুঃখ-
দুখের তরে আমি সূক্ষ্ম
আমরা সরল মানুষ।

Add to favorites
1,890 views