সরল রেখা -
এইচ বি রিতা
Published on: এপ্রিল 16, 2018
ভালবাসায় মাখামাখি
তুমি আমি অনেক সুখী
ঘুম ঘুম প্রিয় মুখ খানি;
জেগে উঠে প্রথম দেখি।
ভালবাসায় মাখামাখি
কৌশলে উড়ে যায় পাখী
তুমি আমি- আমি তুমি;
ভগ্ন হ্নদয় কোথায় রাখি!
ভালবাসায় মাখামাখি
বদলে যায় মানুষ দেখি
ভেঙ্গে গড়ি-গড়ে ভাঙ্গি;
জীবন-মরণ মুখোমূখী।

Add to favorites
636 views