সরষে সুন্দরী -
রুপক চৌধুরী
Published on: ডিসেম্বর 31, 2017
প্রিয়তমের মসৃণ কেশের মত চলছো দুলে,
শীতের মৃদুমন্দর বাতাসে ভাসিয়ে হলুদের পাল,
প্রকৃতির বুকে তুমি’ই প্রথম তোলো বসন্তের পর্দা,
এক অনির্বচনীয় সৌন্দর্যে ছিন্ন করে
শীতের হিম শীতল জড়তা ।
মধুকরের বিমুগ্ধ গুঞ্জরন তোমাকে সাজায়
কাব্যিক অলংকারে,
কুলুকুলু সুরে বয়ে যাওয়া সুরার
সাগর সম বিস্তীর্ণ প্রান্তরে,
মাতাল করো ভাবুক চিত্তের অলিগলি ।
যদি একটি সন্ধ্যা রচনা হয় তোমার হলুদ আঁচল ছুঁয়ে,
যদি হয় তা জীবনের শেষ অভিলাষ,
তবে মুক্তিকামী চেতনের লাভ লোকসানে,
স্বর্গীয় লেনদেনের হিসাব অমীমাংসিত থাক ।
সৌন্দর্যৈর ঝর্ণা ধারায় তুমি,
হলুদের জলসা সাজিয়ে রাখো সাকি,
আমরা প্রলুব্ধ হয়ে ফিরে আসি বারবার,
তোমার মদিরা পানে মাতাল হয়ে,
হই মৃত্যুঞ্জয়ী জ্যোৎস্না প্রেমিক ।

Add to favorites
469 views