সাক্ষী -
এইচ বি রিতা
Published on: অক্টোবর 17, 2013
এই ঘর সাক্ষী উঠোন সাক্ষী
সাক্ষী বন্ধ কপাট-ভাঙ্গা খিরকি
শ্যাওলা শ্বেতশ্বেতে দেয়ালটিও সাক্ষী
আঙুলের নখ খুঁটে খাওয়া ছোট্ট পিঁপড়াটি
সাক্ষী ঘরের কোণে মাকরশার জাল,
টিকটিক ডেকে যাওয়া গৃহগোধিকা
সাক্ষী ঘরের পিছনে গর্তে উকি মারা ব্যাঙ্গাচি
সাক্ষী প্রত্যাগত রাতের মৌনতা,
আরও সাক্ষী দূর গলিতে করুণ সুরে ডাকা
বহু পুরোণো কুকুরটিও।
সাক্ষী আমার চোখের পাতায় জড়ানো
ঘুম পারানির মাসী
খিড়কি হতে সিংহদ্বার, ব্যবধানে জলরাশি
এলোমেলো স্বপ্ন বুননে
যতনে আড়াল করা মিথ্যে হাসি;
আমার নিঃসঙ্গতার প্রতিটি পৃষ্ঠার সাক্ষী ওরা।
আমি আর আমার নীরবতা চলেছি একা পথে
এই প্রকৃতি,এই বিশ্ব সংসার সব সাক্ষী রেখেছি
দৃষ্টিসীমায় যতটা সবুজ নীল অরণ্য
সব সাক্ষী রেখেছি।

Add to favorites
1,759 views