সিয়াম সাধনা -
Ajmery
Published on: জুন 11, 2017
চারদিকে এ কিসের সুবাস?
কোরআনের গুণগুণ, এতো শান্তি?
ওরে বুলবুল,
তুই কিসের গান গাইছিস?
তবে কি এসেছে রমজান
দূর হবে কি আমার ভুল ভ্রান্তি।
শাবান মাসের আলোক ফুটেছে
স্বর্গের দুয়ার খুলে দিয়ে তুমি
শয়তানেরে করলে বন্দী
হে খোদা,
তোমার তরে মাথা নত মোর
দূর করে হৃদয়ের পাপ তাপ
করবো এবার আলোর সাথে সন্ধি।
রহমতের মাসে ফিরিয়ে দিওনা
আমায় মাগফেরাত দাও গো প্রভু
নাজাত দাও এই পাপীরে
ভুল পথে যেন না হাঁটি কভু।
হঠাৎ মনের কোণে
কে ডাকে আমায়? কার ঐ মুখচ্ছবি?
ওমা!
এতো আমি, আমার অবয়ব
আমারি আরেক আমির প্রতিচ্ছবি।
কহে সে মোরে,
ওরে অতৃপ্ত মন,কেন বসে তুই?
পূণ্য আলোকে হৃদয় পূণ্য কর,
যত গ্লানি, যত লাঞ্ছন
পূন্যতায় কর মোচন।
নয়নে জলের লহরী মুছে
শুধাই তারে,
কি করলে রহমতের মাসে হবে পূণ্য?
কি করলে আরশের নিচে হবে ঠাঁই ?
দূর হবে কলুষতা, জীবন হবে ধন্য।
কানে কানে সে শুধায় মোরে,
ভুঁড়ি ভোজে না মেতে
খুঁজে ফির শুধু তাঁরে
লুকায়িত আছে যে ঐ কুঁড়ে ঘরে
শিশুর হাসিতে, দুঃখীদের ভিড়ে।
মানব বাসিলে ভালো
সন্ধান পাবিরে খোদার,
সিয়ামের মাসে নিজেরে বিলিয়ে দেরে
তবেই পাবি তাঁর দিদার।
ক্রন্দিত আমি ভয়ে তোমার
ক্ষমা চাই প্রভু, নত হই বার বার,
মিথ্যা গরবে, ভ্রমে থেকে
করেছিলাম তোমায় অস্বীকার।
সূর্যদোয় হতে সূর্যাস্ত পর্যন্ত
তোমারি ভয়ে কাতর আমি,
সদা থাকি পানাহার হতে বিরত
আমার সকল দোয়া কবুল কর অন্তর্যামী।
আজ বুঝি গো কি জ্বালা ক্ষুধার
কত কাতরতা ঐ দুঃখীর প্রাণে,
কত তৃষ্ণা থাকে ঐ বুক জুড়ে
সমব্যথা আজি জেগে ওঠে মনে।
এসো সবে আজ,
সিয়ামের মাসে শপথ করি
তব যেন না হই খোদা বিমুখ
ওরে,
মানবের মাঝে বিরাজমান সে
মানবের তরেই নিজেরে বিলিয়ে দিবো
মানব প্রেমেই তো সকল সুখ।
June 2-6-2017

Add to favorites
697 views