সুখের অসুখ -
Ariful Islam
Published on: জুলাই 22, 2020
সুখের অসুখ
আরিফুল ইসলাম
কাছাকাছি থেকেও দুজনের মাঝে যোজন যোজন দূরত্ব
ইচ্ছে ছিল স্বপ্নের ঘর বাধবো দুজনে
কত স্বপ্ন, কত আকাঙ্ক্ষা ছিলো
হাজারো সীমাবদ্ধতার মাঝে আমরা ছিলাম সুখী
দুজনে একসাথে হলাম তবুও আমরা অসুখী
আমাদের পরিপাটি সাজানো ঘর আছে ভালোবাসা নেই
একই বিছানায় শুয়ে দুজনের মন দু’দিকে
দুজনের পথ দুটি হয়ে গেছে
ভেবে ভেবে ক্লান্ত হই এ কেমন জীবন পেলাম?
দুজনের চলার পথ ভিন্ন হয়ে যাবে
কেউ কাউকে দেখব না খোঁজ রাখব না
যদি দেখা হয়েও যায় তবুও দেখব না
জীবনে নতুন কেউ আসবে শুরু হবে
নতুন করে পথচলা
ফিরে এসো আর একবার চেষ্টা করি পথচলার
বিচ্ছেদের জীবন ছেড়ে
সুখ খোঁজার চেষ্টা করি আরেকটিবার।

Add to favorites
137 views