একুশ’কে কী নামে সংজ্ঞায়িত করবে? -
রুপক চৌধুরী
Published on: জানুয়ারী 24, 2022
একুশ’কে তুমি কী নামে সংজ্ঞায়িত করবে ?
বাহান্নর ফেব্রুয়ারিতে একশো চুয়াল্লিশ ধারা
ভঙ্গকরা সাহসী সকাল,
ঢাকার রাজপথে বাঙালির রক্তে লাল হওয়া একদিন,
সালাম, রফিক জব্বার সহ আরো কতো
নাম না জানা যুবকের ক্ষত-বিক্ষত ছড়িয়ে- ছিটিয়ে
থাকা লাশের রোজনামচা,
আবদুল গাফফার চৌধুরীর কালজয়ী গানের কথা,
চেতনার কংক্রিটে শহীদ মিনারের আবির্ভাব,
একুশ’কে তুমি কী নামে সংজ্ঞায়িত করবে ?
বসন্তের বাহারি দিনে শিমুল-পলাশের নিস্তব্ধ কান্না,
বাংলা নয় উর্দু’ই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা,
জিন্নার এই জঘন্য ঘোষণার বিরুদ্ধে
বাঙালির বিষ্ফোরক বিষ্ময় প্রকাশের সাতকাহন,
আমার কাছে একুশ মানে,
একটি সার্থক উপন্যাসের শেষের পৃষ্ঠা,
সেই উপন্যাসটির নাম,’বাংলাদেশ,সোনার বাংলাদেশ’ ।

Add to favorites
234 views