সুখের সাম্পানে বাবু’ইয়ের চিত্রকল্প -
রুপক চৌধুরী
Published on: সেপ্টেম্বর 4, 2021
সুশ্রী পোশাকের সুবিন্যস্ত সুষমা চাই,
কারো আবার পরিপাটি ঘরে দিতে হবে স্বর্গীয় মোহ,
পকেট ভর্তি অর্থের ঝনঝনানি,
সমুদ্রের জলের মতো নীলাভ নীল কান্তমনি চাই,
জীবনের পরতে পরতে জমা কালিমাগুলো,
মুছে দেওয়ার সময় এখানে কারো থাকে না,
অপেক্ষা করে না কেউ বেশিদিন কারো জন্য এখানে,
উর্ধ্বগামী রকেটের তালে তাল মিলাতে ব্যস্ত সবাই,
এখানে আর কুঁড়ে ঘরের মাধুর্য চোখে পড়ে না কারো,
মনের চাওয়া পাওয়ার সমীকরণে অংক মিলে না আর,
আমাদের অর্থ চাই-পাহাড় সমান,
আমাদের ঘর চাই-প্রাসাদ সমান,
অলংকার চাই-খনির গভীরের শেষ ফোঁটা পর্যন্ত,
অর্থ ঘর আর ভবিষ্যৎ নিরাপত্তার চাদরে ঢেকে যায়,
কত শালিকের প্রাণ খুলে বাতাসে ভাসার বিশালতা,
পরজন্মে আমি বাবুই হতে চাই আমার দীর্ঘশ্বাস,
শুধু একটি শৈল্পিক বাসা বুনবো বোলে,
আর প্রাণ খুলে আকাশে উড়বো বোলো,
হঠাৎ ঝড়ের আঘাতে মরার আগ পর্যন্ত
আমি শুধু’ই এক সুণিপুন শিল্পী হয়ে’ই বেঁচে থাকবো।

Add to favorites
474 views