সূর্য ডোবে পাহাড় ঘেঁষে -
লক্ষ্মণ ভাণ্ডারী
Published on: জুন 14, 2017
সূর্য ডোবে পাহাড় ঘেঁষে
সারা দিনের শেষে,
আকাশ ঘিরে তারার মেলা
চাঁদ উঠেছে হেসে।
নদীর চরে জোছনা ঝরে
নির্জন নদীর ঘাট,
কুলু কুলু রবে বহিছে নদী
বসেছে চাঁদের হাট।
চাঁদের আলো পড়ে ঝরে
অজয় নদীর চরে,
চাঁদের আলো খেলা করে
গাঁয়ের মাটির ঘরে।
ফুটফুটে জোছনা হাসিছে
সারা ভুবন জুড়ে,
গাছের ডালে সবুজ পাতায়
অজয় নদীর কূলে।
রজনী শেষে নিশি প্রভাতে
জোছনা হারিয়ে যায়,
সোনার বরণ অরুণ রবি ঐ
সোনার কিরণ ছড়ায়।

Add to favorites
500 views