সৃষ্টিকর্তার আশীর্বাদপুষ্ট নারী -
এইচ বি রিতা
Published on: জানুয়ারী 1, 2019
সৃষ্টিকর্তা একদিন তার শিল্পশৈলীতে কিছুটা ব্যাতিক্রম ঘটালেন
তারপর পৃথিবীর উপর তার তীক্ষ্ন নজর আরোপ করে ফেরেস্তাকে ডেকে বললেন,
‘ওই নারীটির গর্ভে আমার প্রতিবন্ধী আত্মার জন্ম হোক’
ফেরেস্তা বললেন, কিন্তু তিনি তো সুখী একজন নারী
সৃষ্টিকর্তা বললেন,
‘প্রতিবন্ধী আত্মাটির যত্নে অসুখী মাতাকে বাছাই করা অন্যায় নয় কি?’
ফেরেস্তা মাতা নাড়লেন। বললেন,
যদি তার ধৈর্য্যচ্যুতি ঘটে?
তিনি বললেন,
‘আমি দেখেছি তার মাঝে অসীম সাহস আর আত্মনির্ভরশীলতা
ধৈর্য্য সময়ের ব্যাপার মাত্র
তাকেই শিখাতে হবে শিশুটিকে,
ব্যাখা করতে হবে যে পৃথিবীতে টিকে থাকা সহজ কাজ নয়
আমি সেইসব নারীদের গর্ভে আমার আশীর্বাদ রোপন করি,
যারা আমার দৃষ্টিতে পৃথিবীর সকল বৈষম্য ও বিশৃঙ্গলাকে দেখার সুযোগ রাখে
এবং বিচক্ষনতা ও দূরদর্শীতায় তা প্রতিহত করার মনোবল রাখে
তারা একা নয়
তারা অভিশপ্ত নয়
আমি প্রতিনিয়ত তাদের পাশে থাকি
কেননা তারা আমার সৃষ্টিকে ধারণ করে
এবং আমার হয়ে আমার সৃষ্টিকে লালন করে।’

Add to favorites
1,748 views