সৃষ্টির ভেদ -
এইচ বি রিতা
Published on: নভেম্বর 14, 2013
অনন্ত রূপ সৃষ্টি করলেন যিনি
তারে দেখিয়াছে ক’জনা
ভক্তিতে যদি মুক্তি মিলে
করতে কী হায় আছে মানা।
আমার রূহুর ভিতর তাহার বাস
রূহু না থাকিলে আমি লাশ
ভাবিয়া দেখো তাহারে ছাড়া
আছে কোন গতি কি?
অন্যের ধনে বশীকরণ
ধরো আগে নিজের চরণ
করবেননা তিনি সিজদা বরণ,
মন যদি না কর শুদ্ধিকরণ।
দিল দরিয়ার মাঝে তাহার
দিবা নিশি আনাগোনা
সাধনের কী কাম ঘর ছাড়িয়া
ধরো তাহারে খপ করিয়া।

Add to favorites
1,338 views