আমাদের লক্ষ্য কী! -
রুপক চৌধুরী
Published on: জানুয়ারী 24, 2022
অস্থির আগ্রাসনে চক্ষু স্থির রেখে,
আমরা ভুলে গ্যাছি আমাদের লক্ষ্যের রঙিন বাসর,
তারপর একদিন আমাদের হঠাৎ মনে হবে,
আমাদের একটা লক্ষ্য ছিলো,
অস্ত্র আর গোলাবারুদে ঠাঁসা আমাদের মনের প্রকোষ্ঠ,
আধিপত্যবাদের আধুনিক আস্তানায়,
প্রযুক্তিগত নির্ভুল নিশানায় আমরা নিক্ষেপ করি,
সময়ের বুকে মরণঘাতী মিসাইল,
আমরা ভুলি গ্যাছি আমাদের একটা জমিন ছিলো,
সেখানে চাষ করার কথা ছিলো রবি শষ্যের সবুজ,
অজস্র পলি ছিলো আমাদের চারপাশে,
সবুজের বদলে আমরা বেছে নিয়েছি বারুদ,
যুগে যুগে আমরা ভুলে যাই আমাদের লক্ষ্যের কথা,
কখনো তরবারি আবার কখনো প্রযুক্তির প্রাচুর্যে গড়া,
প্রাণঘাতী প্রপঞ্চের ছলাকলায় চাতুর্যে,
এই পৃথিবী একদিন আর আমাদের থাকবে না,
এতোবেশি হিংসা আমারা জমা করেছি ক্রমাগত,
তাদের স্থানদিতে একদা আমরা,
মনের অগোচরে নিয়ে নেবো অদ্ভুত অভিলাষী সন্ন্যাস।

Add to favorites
301 views