সে আসে ফিরে -
সুবর্ণ
Published on: মে 26, 2017
সে আসে ফিরে মাঝ রাতের নিমগ্ন সুরে,
সে আসে ফিরে লুকিয়ে মেঘমেদুরে।
সে আসে ফিরে সত্ত্বার অধিকারে,
সে আসে ফিরে ঘুম ভাঙা চিৎকারে।
সে আসে ফিরে মিছিলের শেষে,
সে আসে ফিরে ভোর ওঠার দেশে।
সে আসে ফিরে ইনিয়ে-বিনিয়ে,
সে কি জানে পাথর রাণীর বিয়ে?
সে নাকি শুয়ে ছিল ঘুম জড়ানো নীড়ে,
নাকি সে খেলছিলো স্যাগিটেরিয়াস নক্ষত্রপুঞ্জের ভীড়ে?
সে জানে সে কেন আসে ফিরে,
তবে সে কেন আসে ফিরে?

Add to favorites
451 views